নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার তালা উপজেলায় একই দিনে দুটি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক চাপ, দীর্ঘ অসুস্থতা ও মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন আব্দুল মান্নান শেখ (৬০) ও তারক মন্ডল (৫৫) নামের দুই ব্যক্তি।
মঙ্গলবার (২৯ জুলাই) প্রথম ঘটনা ঘটে উপজেলার সুজনশাহ গ্রামে। মৃত আব্দুল মালেক শেখের ছেলে আব্দুল মান্নান শেখ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুপুরের দিকে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার ছেলে বাড়ি ফিরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
একই দিন বিকেল ৩টার দিকে দ্বিতীয় ঘটনা ঘটে তালার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে। ওই গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মানসিক চাপে ভেঙে পড়ে তিনি বাড়ির বারান্দায় রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তখন বিষয়টি বুঝে উঠতে পারেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি আত্মহত্যার পেছনেই মানসিক ও শারীরিক সমস্যা, পারিবারিক কলহ এবং চিকিৎসা-সংক্রান্ত চাপ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।