নিজস্ব প্রতিবেদকঃ

মোশারফ হোসেন (সাটুরিয়া) মানিকগঞ্জ,,প্রতিনিধিঃ
২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি- জামাতের প্রত্যক্ষ মদদে দেশ ব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে (১৭ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কুরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো বলেন, ১৭ই আগষ্টের এইদিনে জঙ্গিরা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এ হামলার মাধ্যমে তারা দেশকে অশান্ত করতে চেয়েছিল। এটি একটি জঘন্যতম ঘটনা, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোন ঠাই নেই। সমস্ত জঙ্গিদের খুঁজে বের করে এ দেশের মাটি থেকে শিখরসহ উপড়ে ফেলতে হবে। এসময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সকলকে আহ্বান জানান।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু, বরাইদ ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, তিল্লী ইউপি চেয়ারম্যান মোঃ মোরছালিন বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ ইমারত হোসেনসহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্ধ। সমাবেশ শেষে ৮০০ শত প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
Leave a Reply