[english_date]।[bangla_date]।[bangla_day]

নাটোরে মাজার মান্নত করতে গিয়ে গৃহবধুর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

  • মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।

 

নাটোরের গুরুদাসপুরে নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে খোদেজা বেগম(৪৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার (১৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত ওই গৃহবধু উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

 

স্থানীয় সূত্রেজানা গেছে-চলনবিল অধ্যুষিত তিশিখালী ঘাসি দেওয়ানের মাজার জিয়ারতের উদ্দ্যেশে

বাড়ি থেকে একটি খাসিসহ ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে উপজেলার মোল্লা বাজার এলাকা থেকে নৌকা যোগে তিশিখালি মাজারে মান্নত করার উদ্দ্যেশে রওনা হয়। এসময় সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় গিয়ে পৌছালে নৌকায় থাকা জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেচিয়ে গেলে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তাৎখনিকভাবে সি এন জি যোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্চিতা রাণী সরকার তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত খোদেজা বেগমের পরিবারে স্বামী ও তিন ছেলে সন্তান রয়েছে।

 

এ ঘটনায় নৌকায় থাকা অন্য যাত্রীদের হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *