[english_date]।[bangla_date]।[bangla_day]

মুক্তাগাছা প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের জাতীয় শোকদিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। 

নিজস্ব প্রতিবেদকঃ

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহের মুক্তাগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি পালনে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়। সেখানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, পৌর মেয়র মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তাগাছা প্রেসক্লাব, শহীদ স্মৃতি সরকারী কলেজ, মুক্তাগাছা মহাবিদ্যালয়, মুক্তিযোদ্ধা মৎস্যজীবী সমিতি, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীসহ কর্মরত সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌরসভা, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনার আয়োজন করে। বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *