[english_date]।[bangla_date]।[bangla_day]

নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা ।। 

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ নাহিদ হাসান ,নিয়ামতপুর(নওগাঁ)।

প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জয়া মারীয়া পেরেরা,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম,থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন,লকডাউন শিথিল করা হয়েছে বলে আমরা যদি আগের মতো চলাচল শুরু করি। তাহলে আগামীতে করোনার সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামীতে যেন উপজেলায় করোনা সংক্রমনের হার বৃদ্ধি না পায়, সেজন্য সবাইকে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রী আরো বলেন,আগামী ডিসেম্বরের মধ্যে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় আসবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হবে। যাতে আগামী জানুয়ারীর মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সরকার সে লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *