[english_date]।[bangla_date]।[bangla_day]

মাটিরাঙায় ১২ পল্লী উদ্যোক্তা পেল এসএমই ঋন।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব সংবাদদাতা ।

 

করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋন সরকারের মহতী উদ্যোগ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেছেন, এসএমই ঋনের মাধ্যমে নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। গৃহীত ঋনকে পরিবারের বোঝা নয়, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে।

 

এসএমই ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

 

সোমবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার মাটিরাঙা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহ।

 

‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে

করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাটিরাঙা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

 

মাটিরাঙা উপজেলা ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবলু ও মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল প্রমুখ বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন। মাটিরাঙা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

 

পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিআরডিবি বিভিন্ন ব্যাক্তিকে ঋন দিয়ে আসছে মন্তব্য করে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েদ উল্যাহ বলেন, এমমসএমই ঋন বিতরনের মাধ্যমে তাদের ঋনের পরিধি আরো প্রসারিত হলো। এর ফলে পল্লী উদ্যোক্তাদের অার্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার করোনায় ক্ষতিগ্রস্থ ১২ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *