[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের
৯১ তম জন্মদিন পালিত

মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচারিত গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসান প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন অসহায় ও দুঃস্থ নারীকে সেলাই মেশিন নগদের মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *