[english_date]।[bangla_date]।[bangla_day]

খুলনায় হত দরিদ্র পাঁচশ’ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ ।

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা প্রতিনিধি।

 

লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া খালিশপুরের হত দরিদ্র পাঁচশ’ পরিবারের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো সাত কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান।

 

শনিবার (৭ আগষ্ট) দুপুরে রেলস্টেশন চত্বরে এই খাদ্য সহায়তা বিতরণ করেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

 

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ‘করোনায় দেশের মানুষ না খেয়ে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় জনগোষ্ঠী খাদ্য সহায়তা পাবে। ৩৩৩ ফোন কলের মাধ্যমে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।’

 

খাদ্য বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *