[english_date]।[bangla_date]।[bangla_day]

মোংলায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ।

নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাট জেলা প্রতিনিধি।

 

 

 

বাগেরহাটের মোংলায় অসহায় প্রতিবন্ধীদের হাতে খাদ্য সহায়তা দিলেন সেচ্ছাসেবী সংগঠন “ফেসবুক গ্রুপ প্রাণের বাগেরহাটের”।

 

শুক্রবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের শ্রমিক কর্মচারী সংঘ চত্তরে প্রায় দেড় শতাধিক শাররীক প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শারিরিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তেলসহ বেশ কয়েক প্রকারের খাদ্য সামগ্রী।

 

ফেসবুক গ্রুপ প্রানের বাগেরহাট’র চীফ এ্যাডমিন শাওন পারভেজের সভাপতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র প্রতিষ্ঠাতা শেখ কামরুজ্জামান জসিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আহবায়ক শেখ নুর আলমসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

এসময় সেচ্ছাসেবী সংগঠন প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের চীফ এ্যাডমিন শাওন পারভেজ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমের মাধ্যমে আমরা মানুষকে নানা ধরণের সহযোগিতা করে আসছি। বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ, পথ শিশুদের পোশাক প্রদান, রান্না করা খাবার বিতরণসহ নানা প্রকার সামাজিক কাজ করছি আমরা। ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *