নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন রবি দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ চলমান লকডাউনের রোজ শনিবার(৪আগষ্ট জুলাই) নবীগঞ্জ উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা,রসুলগঞ্জ, মিলনগঞ্জ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে ১১টি মামলায় ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।
প্রতিদিনের ন্যায় শনিবার (৪ আগষ্ট ) নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের ও সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।
Leave a Reply