[english_date]।[bangla_date]।[bangla_day]

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

সেলিম মাহবুব,
ছাতক(সুনামগঞ্জ)থেকেঃ
সুনামগঞ্জ জেলার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দোয়ারাবাজার উপজেলার বাশঁতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ২.২৫ সরকারি খাস জমি উদ্ধার করা হয়। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হক নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ’র নেতৃত্বে অভিযানে এসময় উপস্থিত ছিলেন, কানুনগো পিয়ার আহমেদ, সাভের্য়ার রিপন চাকমা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিখিল চন্দ্র পুরকায়স্থ, এ এস আই আছকির, এ এস আই দিলু প্রমূখ।দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ জানান, এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।গত ১ আগস্ট দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূব মাছিমপুর এলাকা থেকে ৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।##

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *