[english_date]।[bangla_date]।[bangla_day]

রাঙ্গামাটিতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি প্রতিনিধি :

 

রাঙ্গামাটি শহরের পৌরসভার ৫নং ওয়ার্ডের আসাবস্তির শান্তিনগরে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুরে আসামবস্তির শান্তিনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

স্থানীয়সূত্রে জানা গেছে, আসাবস্তির শান্তি নগরে হঠাৎ এক অপরিচিত ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখতে পায় লোকজন। কান্না করা অবস্থায় তার পিটে দেখতে পায় অসংখ্য লাঠির আঘাতের চিহ্ন। কোন দিকে যাচ্ছে কিছুক্ষণ স্থানীয়রা তাকে অনুসরণ করেন। একসময় লোকটি নদীতে ডুব দিতে দেখতে পায় মঙ্গলবার ১২টার দিকে। কয়েকবার পানিতে ডুব দেওয়ার পর তাকে আর দেখতে পায়নি তারা। স্থানীয়দের সন্দেহ হয়তো তিনি সাঁতার কেটে অন্য পাড়ে চলে গিয়েছিল। হঠাৎ বুধবার দুপুর ১২টার দিকে তার লাশটি নদীতে ভেসে উঠে এবং এলাকার লোকজন পুলিশকে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মরদেহটির কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি এটি কোনো মানসিক ভারসাম্যহীন লোকের মরদেহ হবে। ময়নাতদন্তের পর আমরা মরদেহটি পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করার ব্যবস্থা নিচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *