[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে করোনা মোকাবেলা প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস মোকাবেলার জন্য জরুরী সেবা দিতে প্রস্তুত রয়েছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

করোনা ভাইরাস সনাক্ত হলে জরুরী সেবা দেওয়ার জন্য ২ টি রুমে ৮ টি বেড প্রস্তুত করে রেখেছেন কর্তৃপক্ষ।

করোনা ভাইরাস মোকাবেলায় মাধবপুর উপজেলায় জরুরী সেবা দিতে কি কি প্রস্তুত রাখা হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান,

উপজেলায় পর্যায়ে ৫টি জরুরী বেড প্রস্তুত রাখার নির্দেশনা থাকলেও আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী ২ টি রুমে ৮ টি বেডের ব্যবস্থা রেখেছি। প্রয়োজনে আরো ৭/৮ টি বেডের ব্যবস্থা করা যাবে।পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা রুম।

তিনি জানান,বর্তমানে মাধবপুর উপজেলায় ৮১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।তাদের মাঝে কারো এ পর্যন্ত করোনা ভাইরাসের লক্ষন দেখা যায় নাই। লক্ষণ পেলেই দ্রুত আমরা ব্যবস্থা নেব।

মাধবপুরে করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকেও সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।

লোক সমাগম করে সামাজিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং বন্ধ করা হয়েছে।

নিত্যপণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেদিকে মনিটরিং করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *