[english_date]।[bangla_date]।[bangla_day]

বেনাপোলে জাঁকজমকপূর্ণ ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

এম আহসানুর রহমান ইমন শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোলে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা কর্মসূচির মাধ্যমে এবং একুশের শহীদ মিনার উদ্বোধন এর মধ্য দিয়ে , আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানের মধ্য দিয়ে শুরু হয় একুশে অনুষ্ঠান।
  একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার (২১ ফেব্রুয়ারি)। প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বেনাপোল পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার। নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, শফিউর জববার সহ নাম না জানা অনেকেই।
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত জননন্দিত মেয়র আশরাফুল আলম লিটন শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় আরো ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন শার্শা উপজেলার আওয়ামীলীগ,ছাত্রলীগ-যুবলীগ আওয়ামীলীগ সংস্কৃতি ফোরাম (আসাফো ) আওয়ামী লীগ তৃণমূল কর্মী পরিষদ
 আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
এরপর একে একে  উপজেলা পর্যায়ের সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান সরকারি প্রটোকল অনুযায়ী ক্রমানুসারে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *