[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে ভাষা শহীদদের প্রতি সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদকঃ
মাধবপুরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে  মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক সংগঠন ও সর্ব স্তরের মানুষ ।
শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাশনূভা নাশতারাণ সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ও পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠন, মাধবপুর থানা পুলিশ ও আওয়ামীলীগ শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন।

এ সময় অমর একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি গান বাজানো হয়।’

এরপরই বিভিন্ন রাজনৈতিক দল,,বিএনপি,জাতীয় পার্টি,জাতীয় হিন্দু মহাজোট ও  সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ জানান,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অাজ সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে।এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সামাজিক সংগঠন গুলো দিবসটি পালনে ব্যপক কর্মসূচী নিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *