[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারতে জেল খেটে দুই বছর পর দেশে ফিরল ৭ যুবক

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ ভালো কাজের আসায় ভারতে যেয়ে দুই বছর জেল খেটে দেশে ফিরল ৭ যুবক। মঙ্গলবার বেলা সাড়ে ৫ টার সময় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন, রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান ,জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল,খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী।
ফেরত আসা মজনু মিয়া জানায় তারা কেরালা প্রদেশে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর তারা সেদেশের ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর কাটায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, এরা গত দুই বছর আগে ভালো কাজের আশায় ভারতের কেরালা প্রদেশে যায়। সেখানে যেয়ে তারা একটি কোম্পানিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে তাদের থানার কাজের আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *