[english_date]।[bangla_date]।[bangla_day]

বেনাপোলে এক প্রতারককে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুটি আইডি কার্ডসহ আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পাসপোর্ট যাত্রীর নিকট হতে বারো হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খাঁ নামের এক প্রতারককে আটক করেছে বিজিবি সদস্যরা।

এসময় তার কাছ থেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(০৯ডিসেম্বর)দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটক প্রতারক বেনাপোল পোর্টথানা তালশারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা যায়, ভারতে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল আসেন সাতক্ষীরার দেবব্রত দেবনাথ। এসময় চেকপোষ্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চিহ্নিত চার প্রতারক প্রশাসনের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ঐ যাত্রী বিজিবির কাছে অভিযোগ দিলে বিজিবি প্রতারক চক্রের আকাশ নামে একজনকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে পকেট থেকে ছিনতাইয়ের ১০ হাজার টাকা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকা ৫ বছর মেয়াদের দুটি আইডি কার্ড পাওয়া যায়। এ প্রতারক ছিনতাইয়ের কথা শিকার করে জানায়, তাকে পত্রিকা সহবরাহের জন্য বেনাপোলের দিঘিরপাড় গ্রামের সাংবাদিক পরিচয়ের কামাল নামে এক ব্যক্তি টাকার বিনিময়ে এ কার্ড দুটা তৈরী করে দিয়েছে। সে আরটিভি আর যুগান্তরে কাজ করে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, আটকের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *