[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা
কেশবপুর,
যশোর।

কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের “বিদ্যানন্দকাটি রাসবিহারী” মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৭ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬৯ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আবুল কালাম ৯০ ভোট পেয়ে প্রথম, আসাদুজ্জামান ৭৬ ভোট পেয়ে দ্বিতীয়, ইকবাল হোসেন ৭১ ভোট পেয়ে তৃতীয় ও নুর ইসলাম ৭১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ৩টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষণ অফিসার মিজানুর রহমান এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু রায়হান। সার্বিক সহযোগিতা করেন থানার এস আই এনামুল ইসলাম। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক নাসির উদ্দিন,পৌর কাউন্সিলর কামাল খান, যুবলীগ নেতা রাজীব খান প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *