[english_date]।[bangla_date]।[bangla_day]

হরিণটানায় একশো চল্লিশ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

তুষার কবিরাজ (খুলনা)প্রতিনিধি :

খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে ১৪০বোতন ফেন্সিডিলসহ সাইদুল ব্যাপারী (৩০) ও মুজাহিদুল হোসেন(৩০) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ।আটককৃত সাইদুল ফরিদপুর চরভদ্রাসন থানার চর অযোদ্ধা গ্রামের বাসিন্দা মৃত সাত্তার ব্যাপারীর ছেলে এবং মুজাহিদুল হোসেন সাতক্ষিরার আশাশুনি থানার বেওলা গ্রামের মোড়ল পাড়ার বাসিন্দা এনামুল সরদারের ছেলে।কেএমপির হরিণটানা থানা এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানান,গত ১৬ অক্টোবর সকালে খুলনা সাতক্ষিরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট ডিউটি চালাকালীন আনুমানিক সাড়ে ১০টার সময় আসামীদের কে দেখে সন্দেহ হলে ডেকে তল্লাশি করলে তাদের হেফাজতে থাকা দুটি ব্যাগের ভিতর থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক করা হয়।এ বিষয়ে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,আসামীরা ব্যাগের মধ্যে ফেন্সিডিল রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *