[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর প্রতিনিধি ঃ

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও সিপিপির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

এমপি এস এম জগলুল হায়দারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরের র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন শ্যামনগর উপজেলা দুর্যোগ প্রবন এলাকা। এই এলাকার দ্বীপ ইউনিয়ন গাবুরায় বেড়ী বাঁধ নির্মানে মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার এবং সেটির কাজও চলমান। এভাবে অন্যান্য ইউনিয়নেও টেকসই বেড়ী বাঁধ নির্মান হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সভাপতি জি এম আকবর কবীর, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *