[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে সিরাজুল ইসলাম কে মাদার তেরেসা গোন্ডেন এ্যাওয়ার্ড প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,কেশবপুর (যশোর):

কেশবপুরে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোন্ডেন অ্যাওয়ার্ড ২০২৩ প্রাপ্তিতে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন যশোর জেলার মধ্যে ১ জন।তিনি হলেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে
সিরাজুল ইসলামের হাতে মাদার তেরেসা এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস,এম. মজিবুর রহমান।
৭ সেপ্টেম্বর তাকে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ও মিডিয়া ভিশনের যৌথ উদ্যোগে ৭ সেপ্টেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তন সেগুনবাগিচা চিটাগাং হোটেলের পাশ্বে ঢাকায় মানবতার কল্যানে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস,এম. মজিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্ষ প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী,বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড.মোহাম্মদ জিকরিয়া,এন এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,বি পি এম এডিশন্যাল এসপি ও ডেপুটি ডিরেষ্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কবি নুরুল ইসলাম প্রমুখ। সিরাজুল ইসলাম মাদার তেরেসা এ্যাওয়ার্ড পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ তাকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে তাকে ফুল দিয়া বরণ করেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ যান।সেখানে তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *