নিজস্ব প্রতিবেদকঃ

লিপি খাতুন,কেশবপুর:
কেশবপুরে চিংড়া বাজারে মুদি ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী গুরুপদ দের স্ত্রী বানু বালা ছেলে বিধান দে, ও বিমলের বাড়িতে ৩ সেপ্টেম্বর রবিবার রাত ১১.৩০ মিনিটের দিকে অজ্ঞান পার্টি সবাইকে অজ্ঞান করে বাড়ির সকল টাকা পয়সা আলমারি ভেঙে লকারভেঙে সোনার গহনা সহ জিনিসপত্র ও বাড়িতে থাকা মোটরসাইকেল সহ ও অন্যান্য জিনিসপত্র অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে। বিষয় টি সকালে তাদের প্রতিবেশীরা তাদের ঘুম থেকে না উঠায় জানাজানি হয়। প্রতিবেশীরা স্থানীয় চেয়ারম্যান ও পাশের ফাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ক্যাম্প ইন চার্জকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠান।তারা বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিষয় টি দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণেন জন্য ক্যাম্প ইনচার্জের কাছে এলাকা বাসি জোর দাবি করেছেন।
Leave a Reply