[english_date]।[bangla_date]।[bangla_day]

সুন্দরবন অভ্যন্তরে বিষ দিয়ে মারা ১০০ কেজি অবৈধ চিংড়ি মাছ জব্দ।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

খুলনার কয়রায় নিষিদ্ধ সময়ে সুন্দরবন অভ্যন্তরে অবৈধভাবে বিষ দিয়ে মারা ১০০ কেজি চিংড়ি মাছ বনকর্মীরা জব্দ করেছে।

কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক অধীনস্থ আড়পাঙাসিয়া নদীতে অভিযান চালিয়ে ১০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে এক বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০১/০৯/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *