[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে ভিজিডি কার্ডের ২৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে অগ্রণী ব্যাংকের ইউনিট এজেন্ট।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি।

অগ্রণী ব্যাংক লিমিটেড কেশবপুরের প্রতাপপুর শাখার ভান্ডারখোলা বাজারস্থ এজেন্ট ব্যাংক শাখার ইউনিট এজেন্ট ওলিয়ার রহমান ৫৩৯ জন ভিজিডি কার্ডধারীর সঞ্চয়ের ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৪ মাস ধরে উধাও হয়েছেন। সেই থেকে দীর্ঘ ৮ মাস ভিজিডি কার্ডধারী অসহায় দুস্থ মহিলারা সঞ্চয়ের টাকা ফেরত পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধরণা দিয়ে চলেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিজিডি চক্রের সঞ্চয়ের টাকা ফেরত পেতে অগ্রণী ব্যাংক লিমিটেড প্রতাপপুর শাখার ব্যবস্থাপকের কাছে পত্র দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ২০২১-২০২২ চক্রের ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ে ৭৪৬ জন উপকারভোগীর কাছ থেকে মাসিক ২০০ টাকা হারে সঞ্চয় জমা প্রদানের জন্যে ২০২২ সালের ১৭ ফেব্র“য়ারি অগ্রণী ব্যাংক লিমিটেড প্রতাপপুর শাখার অধীন ভান্ডারখোলা বাজারস্থ এজেন্ট ব্যাংকিং শাখার ইউনিট এজেন্ট ওলিয়ার রহমানকে দায়িত্ব দেয়া হয়। ভান্ডারখোলা বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় উপজেলার হাসানপুর ইউনিয়নের ১৬২ জন, বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১৮১ জন ও সাগরদাঁড়ি ইউনিয়নের ৪০৩ জনসহ মোট ৭৪৬ জন উপকারভোগীর সঞ্চয়ের হিসাব রয়েছে। এরমধ্যে ৫৩৯ জন ভিজিডি কার্ডধারীর মাসিক ২০০ টাকা হারে ২৪ লাখ ১৮ হাজার টাকা তাদের সঞ্চয়ী হিসেবে জমা হওয়ার কথা। ভিজিডি চক্র শেষ হওয়ার পর উপকারভোগীদের সঞ্চয়ের টাকা বিতরণের শর্ত রয়েছে। কিন্তু অগ্রণী ব্যাংক লিমিটেড এর ভান্ডারখোলা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার ইউনিট এজেন্ট ওলিয়ার রহমান আত্মসাতের লক্ষে যথাসময়ে টাকা ফেরত না দিয়ে উপকারভোগীদের হয়রানি করতে থাকেন। দীর্ঘ ৮ মাসেও টাকা ফেরত না পেয়ে উপকারভোগীরা অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে।
উপকারভোগীরা অভিযোগ করেন, অগ্রণী ব্যাংক লিমিটেড প্রতাপপুর শাখা ব্যবস্থাপক চন্দন ব্যানার্জি ও ইউনিট এজেন্ট ওলিয়ার রহমান যোগসাজশে উপকারভোগীদের টাকা আত্মসাৎ করেছেন। যে কারণে তাদের সঞ্চিত ২৪ লাখ ১৮ হাজার টাকা তারা ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ ব্যাপারে অগ্রণী ব্যাংক লিমিটেড প্রতাপপুর শাখার ব্যবস্থাপক চন্দন ব্যানার্জি বলেন, গত বছর ডিসেম্বরে আমি প্রতাপপুর শাখায় যোগদান করেছি। টাকা আত্মসাতের সাথে আমি জড়িত নই। ইউনিট এজেন্ট ওলিয়ার রহমান তার এজেন্ট শাখা বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ভিজিডি কার্ডধারীদের সঞ্চিত টাকা ফেরত প্রদানের জন্যে দুয়ার সার্ভিসেস লিমিটেড এবং শাখার পক্ষ থেকে নিষ্পত্তিসহ অর্থ পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রাণী বলেন, ২০২২ সালের ডিসেম্বরে ভিজিডি চক্রের মেয়াদ শেষ হয়। ভান্ডারখোলা বাজারস্থ অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখাটি বন্ধ করে ইউনিট এজেন্ট ওলিয়ার রহমান পলাতক রয়েছেন। উপকারভোগীদের টাকা উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভিডব্লিউবি (পূর্বের ভিজিডি) কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভাপতি এমএম আরাফাত হোসেন বলেন, উপজেলা ভিজিডি কমিটির সিদ্ধান্ত মোতাবেক অসহায় মহিলাদের সঞ্চয়ের টাকা উদ্ধারে অগ্রণী ব্যাংক লিমিটেড প্রতাপপুর শাখার ব্যবস্থাপক চন্দন ব্যানার্জি ও এজেন্ট ব্যাংক শাখার ইউনিট এজেন্ট ওলিয়ার রহমানসহ অন্যান্য জড়িতদের আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *