নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের মিন্টু শেখের বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে, ডাকাতি করার অস্ত্রশস্ত্র সরঞ্জামসহ গতকাল রাত ৩টার দিকে ৭জন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) তিনি বলেন আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায় গতকাল ৮মে রাত ৩টায় দিকে ডুমুরিয়া থানা পুলিশ রাত্রি কালীন ডিউটি চলাকালে এসআই বিশ্বজিৎ পাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন খুলনা ডুমুরিয়া উপজেলার উত্তর গোবিন্দ কাটি গ্রামের মিন্টু শেখের বাড়ির সামনে একটি পিকআপ সহ ১০-১২ জন ডাকাত সদস্য মিন্টু শেখের বাড়িতে ডাকাতের করার উদ্দেশ্যে অবস্থান করছে, তাৎক্ষণিকভাবে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানালে তাহার নির্দেশে রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত অন্যান্য অফিসার ও ফোর্স সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দুটি ধারালো চাপাতি, তিনটি লোহার রড, স্যালাইন রেঞ্জ ও বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাবি সহ তাদেরকে আটক করা হয়েছে।,বাকি ৪-৫ জন ডাকাত সদস্য অস্ত্রসহ পালিয়ে যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ডাকাত সদস্যদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মামলা রয়েছে, আটকৃত ডাকাত সদস্য ১ মোঃ ইদ্রিস আলী (২১)২। মোঃ খোকন মিয়া ( ২৮) ৩। আলামিন খলিফা (৪০) ৪। মামুন মিয়া ওরফে লালচান ( ৪৫) ৫। ইউসুফ শেখ (২৬)৬। ইব্রাহিম হাওলাদার (৩৫) ৭। রফিকুল ইসলাম নয়ন (৩২)। এই ঘটনায় ডুমুরিয়া থানার এসআই বিশ্বজিৎ পাল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলা করেন এবং পলাতক অন্যান্য ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ তাদের দলে থাকা অবৈধ আগ্নেয় অস্ত্র উদ্ধারে ডুমুরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিষয়টি নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ সেখ মনি মিয়া (বিপিএম) তিনি বলেন ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত একটি পিকআপ, দুটি ধারালো চাপাতি, তিনটি লোহার রড, স্যালাইন রেঞ্জ ও বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাবি সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে,বাকি ৪-৫ জন ডাকাত সদস্য অস্ত্রসহ পালিয়ে যায়,আটক আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে,। পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ তাদের দলে থাকা অবৈধ আগ্নেয় অস্ত্র উদ্ধারে ডুমুরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply