নিজস্ব প্রতিবেদকঃ

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর শারমিনা খাতুন ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামে।
মৃতের দাদি আরজিনা খাতুন বলেন, শারমিনা আমার ছেলের মেয়ে। সকালে ওই মেয়ের মা ওঠানে বালতিতে কাপড় ধোয়ার কাজ করছিল।
এ সময় পাশে খেলাধুলা করছিল শারমিনা। তার বয়স মাত্র ১০ মাস। তাঁর মা বালতিতে কাপড় ধুয়ে আড়ায় শুকাতে দিতে গিয়ে ছিল। এ সময় শারমিনা পড়ে যায় ওই বালতির পানিতে। এর কিছুক্ষণ পর মা তাকে খুজতে থাকে চারপাশে। পরে দেখতে পান বালতির পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে শিশু শারমিনা। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।
শিশুটির নাম শারমিনা খাতুন (১০)। সে কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে। এ ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে। এদিকে একমাত্র বাচ্চাকে হারিয়ে পাগল প্রায় তাঁর পিতা -মাতা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার বলেন, তাঁর স্বজনরা বাচ্চাটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় এনেছিল। সে বেশ কিছু সময় পানিতে পড়ে থাকায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে মনে হয়েছে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সিরাজ আলম বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তবে ছোট বাচ্চা হওয়ায়,ময়না তদন্ত করা হয়নি। পরিবারের জিম্মায় মৃত দেহটি হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়টি দেখছেন পৌর ফাঁড়ির ইউসুফ আলী। তিনি ঘটনাস্থলে গিয়ে ছিল।
Leave a Reply