[english_date]।[bangla_date]।[bangla_day]

জেলা প্রশাসনের ইফতার শ্যামনগরের হতদরিদ্র মাঝে বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন সাতক্ষীরা প্রতিনিধি ঃ

রবিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার সামগ্রী উপকুলবর্তী শ্যামনগর উপজেলার হতদরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রোববার টর্নেডো বিধ্বস্ত কৈখালী ও রমজাননগরসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব ইফতার হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কৃচ্ছ¡তাসাধনের আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন এমন উদ্যোগ গ্রহন করে বলে জানা যায়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জানান প্রতি বছর জেলা প্রশাসন জেলার সকল শ্রেনী ও পেশার মানুষকে নিয়ে ইফতার অনুষ্ঠান করতো। সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে চলতি বছর জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠান বাতিল করে সে টাকায় শ্যামনগরের বাঘ বিধবা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারগুলোর ইফতার সামগ্রী কিনে দেয়া হয়েছে। ইফতার সহায়তা হিসেবে এসময় পরিবারগুলোর হাতে ছোলা, চিনি, সেমাই, চিড়া, মুড়ি, ডাল, তেল, খেজুর ও আলু উঠিয়ে দেয়া হয়।

ছবিঃ শ্যামনগরের দুস্থদের মাঝে জেলা প্রশাসনের ইফতার সামগ্রী হস্তান্তর করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *