[english_date]।[bangla_date]।[bangla_day]

পশ্চিম সুন্দরবনে বনবিভাগ কতৃক হরিণের মাংস সহ আটক দুই।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় সাপখালী খাল থেকে হরিণের মাথা, পা, ফাঁসের দড়ি সহ দুই শিকারীকে আটক করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৩০মার্চ )ভোর রাতে পশ্চিম সুন্দরবনের সাপ খালী খাল থেকে সাতীরা রেঞ্জের কোবাদক ষ্টেশনের বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির পার্শ্বেমারী গ্রামের মৃত বেলায়েত গাজীর পুত্র মুজিবর (৫২) ও কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দিন(৪০)কে হরিণের রান্না করা মাংস, চারটা পা, একটি মাথা, এক বস্তা হরিণ ধরা ফাঁদের দড়ি সহ তাদেরকে আটক করেন।

শিকারী আটকের বিষয়ে কোবাদক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন সুন্দরবনের সাপখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। তিনি আরও বলেন আটককৃত আসামী ও মালামাল সাতীরা আদালতে বন আইনে মামলা দিয়ে পাঠানো হবে।

ছবি- পশ্চিম সুন্দরবনে হরিণের মাংস সহ আটক দুই ব্যক্তি।

রনজিৎ বর্মন

তাং-৩০.৩.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *