[english_date]।[bangla_date]।[bangla_day]

সীমান্তে নীলডুমুর ১৭ বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদার, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লে বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অধিনায়ক পর্যায়ে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দু-দেশের সীমান্তরী বাহিনীর মধ্যে সর্বাত্মক আলোচনা হয়েছে এবং দু-পই একত্রে সীমান্ত রায় অবিচল ভাবে কাজ করার অঙ্গীকার সহ বিভিন্ন সীমান্তে অপতৎপরতা রোধে সর্বদা একসাথে কাজ করার আশ্বাস প্রদান করেন।

পতাকা বৈঠকে অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বর্ডার গাড (বিজিবি) দলের নেতৃত্ব দেন নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া বাংলাদেশ বিজিবির প থেকে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি। ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম সহ ৩ জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫ জন উপস্থিত ছিলেন। ভারতের পে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ১১৮ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট অফিসার শ্রী রাজেশ কুমার ত্রিপাটি। এছাড়া ভারতীয় বিএসএফের প থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট শ্রী সোয়েমবার সিং, ৬ জন কোম্পানি কমান্ডার সহ অন্যান্য পদবীর ৭ জন উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ কর্তৃপ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাহাতে শান্তি বজায় থাকে এবং আন্তঃসীমান্ত সমস্যাসমূহ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।

পতাকা বৈঠক ও পর্যবেণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

ছবি: নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক।

রনজিৎ বর্মন
তাং-৫.১.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *