[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
উৎসবমূখর পরিবেশে খুলনার কয়রায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৪জানুয়ারী, বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারন সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষ রোপন, শোভাযাত্রা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ,শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা -৬ এর সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, দেশকে স্বাধীন করার জন্য যে সংগঠন বেশি রক্ত দিয়েছে তা হল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতাকর্মী যুদ্ধের সময় রক্ত দিয়েছে। দেশের সাধারণ মানুষের যেকোনো অধিকার আদায়ে পাশে ছিল বাংলাদেশ ছাত্রলীগ।উপজেলা ছাত্রলীগ এলাকার বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছে।শিক্ষার্থীদের মঙ্গলের জন্য ছাত্রলীগ প্রতিনিয়ত কাজ করছে।করোনাকালীন সময় উপজেলায় অসহায় মানুষের সহযোগিতায় সবার আগে ভূমিকা রেখেছে ছাত্রলীগ, তেমনি কৃষকের ধান কাটার সময়েও ছাত্রলীগ সহযোগিতা করে কয়রা উপজেলার জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছে।

উল্লেখ্য,দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এই ছাত্র সংগঠন।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *