নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা:
কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। আরো বক্তব্য রাখেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তুষার কান্তি দাস, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ।
আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন জয়িতা নারীদের মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৮/১২/২২ ইং।
Leave a Reply