[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে মাধ্যমিক শিক্ষায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি কাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। উপজেলা মাধ্যমিক শিা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজর প্রভাষক মিসেস জেরিন লিসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান । শিক্ষক রনজিৎ বর্মনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, সহকারী শিক্ষক কল্যাণ সুন্দর, অভিভাবক সাবিয়া সুলতানা,ছাত্র জাহিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রকল্পভুক্ত হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক, সহকারী শিক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনাশেষে অস্ট্রেলিয়ার রোটারি কাব অব হুইলার্স হিলের সৌজন্যে ২০জন শিার্থীকে ১৭৬,০০০টাকা বিশেষ বৃত্তি এবং বিকেএসপির একজন সুবিধাবঞ্চিত ছাত্রীকে পাসপোর্ট করার জন্য ১০,০০০ টাকা প্রদান করা হয়।

জানা যায়, প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক কর্মশালা, কম্পিউটার ও ইংরেজি শিক প্রশিণ, দলগত পদ্ধতিতে পাঠদান, শিক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।

ছবি-শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষার্থী বৃত্তির টাকা প্রদান করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *