[english_date]।[bangla_date]।[bangla_day]

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার এখনো চিঠি পান নাই এক সপ্তাহ গ্যাস সরবরাহে বিঘ্ন বা বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের কিছু এলাকায় এক সপ্তাহ গ্যাস সরবরাহে বিঘ্ন বা বন্ধ থাকতে পারে। সঞ্চালন লাইন মেরামতকাজের জন্য এটা হবে বলে জানিয়েছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রতিষ্ঠানটি শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

রোববার থেকে সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামতকাজের জন্য গ্যাস সরবরাহে এই বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস। এতে ঢাকা দক্ষিণ সিটির কিছু এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁ, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সিগঞ্জ, গজারিয়ার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

তিতাসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিটিসিএল কর্তৃক ৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার দীর্ঘ উচ্চ চাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। এর ফলে এ সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁ, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *