[english_date]।[bangla_date]।[bangla_day]

শৈলকূপায় মেম্বারের নেতৃত্বে একজনকে কুপিয়ে জখম,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপার কাঁচেরকোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধর্মপাড়া গ্রামের মেম্বার সাহেব আলীর নেতৃত্বে আশরাফ আলী (৪৮) নামে একজনকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে। আশরাফ আলী ধর্মপাড়া গ্রামের আজাদ মাস্টারের ছেলে।

আহত আশরাফ জানান,গত কয়েকমাস আগে সাহেব আলী মেম্বার তার কাছে চাঁদা দাবী করে।চাঁদা দাবির ঘটনায় তিনি মামলা দায়ের করেন। এরপর আশরাফের বাড়ীতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে সাহেব আলী ও তার লোকজন। এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধার দিকে তিনি আত্বীয়বাড়ী পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার মহননগর থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় পথে মধ্যে ওৎ পেতে থাকা সাহেব আলী ও তার লোকজন ধর্মপাড়া গ্রামের আলীম,লুকমান,তরিকুল, সেলিম, স্বপন,হেলাল, নুরাল,মকুল,জাহিদ,নজরুল,আরিফ শাহিন বিত্তিপাড়া গ্রামের,ইব্রাহিম,রবিসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র – সস্ত্র নিয়ে তার উপর হামলা করে কুপিয়ে দুই পা- হাত কুপিয়ে জখম করে। এছাড়া হাতুড়ি দিয়ে বেধড়ক শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *