নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ ১৩ অক্টোবর(বৃহস্পতিবার):
শৈলকুপার ভূমিকন্যা, নাচোলের রাণীমা খ্যাত, কিংবদন্তীনেত্রী ইলা মিত্রের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শৈলকূপা শাখা, ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শৈলকূপার উত্তরণ প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে। সিপিবি নেতা কমরেড সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে এবং যুবনেতা বায়েজিদ হোসেন এর সঞ্চালনায় আলোচনাসভায় অংশ গ্রহণ করেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকন, জেলা বাসদ এর আহবায়ক এ্যাডভোকেট আসাদুল ইসলাম, সিপিবি নেতা ভেটারেন কমরেড আবু কালাম আজাদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য সাংবাদিক সাহিদুল এনাম পল্লব, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি কে এম শরীফ, ইলামিত্র স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব কবি সুমন সিকদার, কবি ননীগোপাল বিশ্বাস, ইলামিত্র স্মৃতিরক্ষা আন্দোলন এর আহবায়ক সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, সদস্য সচীব আলমগীর অরণ্য, কবি অনিক সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা সুজন বিপ্লব বিশ্বাস, ইতি সেলিনা প্রমুখ।
Leave a Reply