[english_date]।[bangla_date]।[bangla_day]

সরিষাবাড়ীতে ৫-১১ বছরের শিশুদের টিকা গ্রহণের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:

সারাদেশ ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১অক্টোবর) সকালে পৌরসভার আরামনগন রেজিস্টার অফিস সংলগ্ন (আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে) এই টিকা গ্রহণের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১১কার্যদিবসে ৫’হাজার শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। পরে ১২-১৩ কার্যদিবসে ৪৭’হাজার শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। এদের মধ্যে যেসব শিশু টিকা থেকে বাদ পড়বে তাদেরকে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে বলেও জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বদরুল হাসান, চিকিৎসক রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারবীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *