[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে বিপুল পরিমান মাদকসহ মাদকব্যবসায়ী রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবা সহ রতন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার বড়ধুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫৮ বোতল ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ রতনকে গ্রেপ্তার করা হয়।সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল সহ একদল পুলিশ নিয়ে ইটাখোলা বড়ধুলিয়া নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেল সহ উপজেলার মধ্য বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে রতন মিয়াকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়। পুলিশ রতনের কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা উদ্ধার করে। ধৃত রতনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *