[english_date]।[bangla_date]।[bangla_day]

সাগরের তীরে ধীবর দের জালে ধরা পড়ল, ১৬৫,কেজি, দানবীয় মুরুলীমাছ।।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
অতি মহামারীতে যখন সবকিছু বন্ধ তখন কাকদ্বীপের বাসিন্দা শ্রী শান্তনু দাস ও তার দুই বন্ধু মিলে হাতানিয়া ও দোয়ানিয়ার সাগরের তীরে জাল পেতে মাছ ধরতে ছিল। হঠাৎ তারা অনুভব করেন যে, তাদের পাতা জালে কিছু একটা আটকে গেছে। তারা তড়িঘড়ি জাল গোটাতে থাকেন। এবং কিছু টা উপরে আসলে দেখতে পান যে তাদের জালে বিশাল আকৃতির প্রায় এক কুন্টাল পয়ষট্টি কেজি ওজনের একটি দানব আকৃতির মুরুলীমাছ ধরা পড়েছে। তারা এই মাছটি নিয়ে বাজারে আসে এবং এই মাছ টি ওঠার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। সাধারণত মানুষের ভিড় জমাতে থাকে মাছ টি শেষ দেখার জন্য। পরে সাগরের তীরে মাছ টি কাকদ্বীপ মাছের বাজারে, ২৬,হাজার, টাকায় বিক্রি হয়ে যায়। এর ফলে খুশি হয়ে যায় ধীবর শ্রী শান্তনু দাস ও তার দুই সঙ্গী। এর আগে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ কারণে যখন সারা দেশ চলছিল তখন বহু বড় বড় মাপের মাছ ধরা পড়ে সাগরের তীরে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *