নিজস্ব প্রতিবেদকঃ

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
কলকাতার পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভাবে জয়লাভ করে আসার পর আজ কলকাতার পৌরসভার কাউন্সিলের মধ্যে ফের সাবেক মেয়র প্রার্থী ফিরাদ ববি হাকিম কে তাদের মধ্যে মেয়র হিসেবে নির্বাচিত করেন। এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বিস্বাস ভাজন ব্যাক্তি কে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব দিতে চলেছেন। জনাব ফিরাদ ববি হাকিম এখন পশ্চিম বাংলার পরিবহন দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করছেন। এবং যদি ফের মেয়র হিসেবে কাজ করেন তাহলে তার গুরুদায়িত্ব আরো বাড়তে পারে। পর পর তিনি প্রথম মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে কলকাতার পৌরসভার মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেলেন।এবার কলকাতার পৌরসভার নির্বাচনে কলকাতার মানুষ তার উপর বিশ্বাস রেখেছেন।।
Leave a Reply