[english_date]।[bangla_date]।[bangla_day]

অবশেষে মিশিগানে তুষার ঝড় : জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে মিশিগানে শুরু হয়েছে তুষার ঝড়। শুক্রবার মধ্যরাত শুরু হওয়া এ তুষার ঝড় ছিল শনিবার সারাদিন। কার্যতএবারের শীত মওসুমে এটাই বড় ধরণের তুষার ঝড়। এ তুষারঝড়ে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী তুষারপাতে বাসা-বাড়ির আঙ্গিনা ও সড়ক তুষারে ঢেকে গেছে। পিচ্ছিল সড়ক দিয়ে সর্তকতার সাথে যান চলাচল করছে। আজ জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। ইতোমধ্যে এই তুষারপাত মোকাবেলায় প্রস্তুত সেনিটেশন বিভাগসহ সকল বিভাগ। স্নোর আগে ও পরে রাস্তায় রাস্তায় বিশেষ যানে করে লবণ ছিটানো হচ্ছে।

শুক্রবার রাত ১টার দিকে শুরু হয় হালকা তুষার ঝড়। আজ শনিবার সকাল থেকে সারাদিনই তুষার ঝড় বয়ে যায়। সারাদিনে মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের মাত্রা দাড়ায় ২ থেকে ৪ ইঞ্চি। এ্যানআরবর, ইয়াপসিল্যান্টি ও আডরিয়ানে এইমাত্রা দাড়ায় ৩ থেকে ৫ ইঞ্চি। ওহিও সীমান্তবর্তী এলাকায় তুষারপাত বেড়ে দাড়ায় ৬ ইঞ্চিতে। পনটিয়াক, ওয়ারেন ও ট্রয় এলাকায় তুষারের মাত্রা ছিল ২ থেকে ৪ ইঞ্চি। এদিকে তুষার ঝড় কমলেও সন্ধ্যার পর শুরু হয়েছে প্রচন্ড ঝড়ো হাওয়া। জাস্ট ওয়েদার ডেট্রয়েটের পূর্বভাস থেকে দেখা গেছে আগামী ২৮ জানুয়ারী পর্যন্ত রোববার, সোমবার ও বৃহষ্পতিবার ব্যতীত প্রতিদিনই তুষারপাত কিংবা বৃষ্টিসহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এ রিপোর্ট লেখার সময় মেট্রো ডেট্রয়েটের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি ফারেনহাইট বা -৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে এ তাপমাত্রা ওঠানামা করবে বলে জাস্ট ওয়েদার ডেট্রয়েটের পূর্বভাস থেকে জানা গেছে। শনিবার ও রোববার সাপ্তাহিক এবং সোমবার মার্টিন লুথার কিং এর ছুটির জন্য থাকছে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *