[english_date]।[bangla_date]।[bangla_day]

৯দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ সামিরার  প্রশাসনের গাফিলতির অভিযোগ এনে পরিবার সহ এলাকাবাসীর মানববন্ধন ।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের ১ম শ্রেণীর ছাত্রী সামীরা নিখোঁজ হওয়ার ৯দিন অতিবাহীত হলেও মেয়ের খোঁজ না পেয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ এনে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে।

৩ সেপ্টেম্বর বুধবার সকালে  ঘুগরাকাটি বাজারে মাদ্রাসা গেটের  সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে নিখোঁজ সামিরার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নিখোঁজ সামিরার চাচা জাহাঙ্গীর আলম বলেন, থানায় জিডি করার পরও সামিরার খোঁজে প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন। 

জানা গেছে, গত ২৬ শে আগষ্ট  বিকালে  সামিরা ঘুগরাকাটি বাজারে তার চাচা নসুরুল্লাহর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ী ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  নিখোঁজ সামিরার পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসনের কোন সহযোগীতা তারা পাচ্ছেন না।   সামিরা কয়রা  উপজেলার বাগালী  ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মোঃ শাহআলম গাঁতীদারের মেয়ে।

মানববন্ধনে সামিরার পরিবার জানায়, আমাদের মেয়েকে আজ ৯ দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল কিছুই জানি না। আমাদের মেয়ের মুখটা আবার দেখতে চাই, আমরা তাকে ফেরত চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আমরা প্রশাসনের কাছে আকুল অনুরোধ করছি আমাদের মেয়েকে  খুঁজে দিন। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আঃ মান্নান গাঁতীদার, আঃ সামাদ, ইয়াছিন আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুলনা জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ০৩/০৯/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *