[english_date]।[bangla_date]।[bangla_day]

৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল মঠবাড়িয়া উপজেলার ১১৪ পরিবার।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১৪ অসহায় দুস্থ পরিবার জাতীয় কল সেন্টার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছেন। উপজেলা প্রশাসন অসহায়দের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন, সাথে হঠাৎ টানা ৫ দিনের ভারী বর্ষণে পানিবন্ধী হয়ে খাদ্য সঙ্কটে ভুগতে থাকা কর্মবিমুখ ওই অসহায় ১১৪ পরিবার ৩৩৩ নম্বরে কল করে নিজেদের নাম ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে খাদ্য সহায়তা চান। জাতীয় কল সেন্টার ওই তথ্য মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে পাঠান। পরে আবেদনকারীদের সে তথ্য যাচাই-বাছাই করে উপজেলা প্রশাসন অসহায়দের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে উপজেলা আমড়াগাছিয়া ইউনিয়ন থেকে ৫৮ জন, সাপলেজা ইউনিয়নে ২২ জন , ধানি সাফা ইউনিয়ন থেকে ৯ জন, মিরুখালী ইউনিয়ন থেকে ৫ জন, টিকিকাটা ইউনিয়ন থেকে ৬ জন, বেতমোড় রাজপাড়া ইউনিয়ন থেকে ৫ জন, বড়মাছুয়া ইউনিয়ন থেকে ২ জন, মঠবাড়িয়া পৌরসভা থেকে ৪ জন, এছাড়া গুলিশাখালী, দাউদখালী ও মঠবাড়িয়া (সদর) ইউনিয়নে ১ জন করে মোট ১১৪ জন অসহায় দুস্থ পরিবার এ খাদ্য সহায়তা পেয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া উপকারভোগী পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের বাড়িতে গিয়ে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দেই। কোরবানীর আগের দিন থেকে রবিবার রাত পর্যন্ত তাদের হাতে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ২ কেজি আলুসহ একটি প্যাকেট বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *