স্বর্ণের বৈশ্বিক রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশ সুইজারল্যান্ড। গত মাসে দেশটির স্বর্ণ রপ্তানিতে উল্লম্ফন দেখা দেয়। তবে দেশটির স্বর্ণের প্রধান গন্তব্য চীনে রপ্তানি হ্রাস পেয়েছে। সুইজারল্যান্ডের শুল্ক বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে চীন সব মিলিয়ে ১ লাখ ২৬ হাজার ৮৫১ কেজি স্বর্ণ রপ্তানি করে। মে মাসে রপ্তানি হয়েছিল ৮২ হাজার ৩১৫ কেজি। সে হিসাবে রপ্তানি বেড়েছে ৪৪ হাজার ৫৩৬ কেজি। গত বছরের জুনে রপ্তানি হয়েছিল ৯৬ হাজার ৪১৪ কেজি।
চীন ও ভারত বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ। এর মধ্যে জুনে ভারতে রপ্তানি করা হয়েছে ৬ হাজার ২৯২ কেজি স্বর্ণ। এর আগের মাসে রপ্তানি হয় ২ হাজার ৩৭ কেজি। দেশটিতে এক মাসের তুলনায় রপ্তানি বাড়লেও বছরের শুরুর দিকের চেয়ে তা অনেক কম।
এদিকে চীনে মে মাসে ৩২ হাজার ৭৫০ কেজি স্বর্ণ রপ্তানি করা হলেও জুনে রপ্তানির পরিমাণ কমে ১৯ হাজার কেজিতে নেমে এসেছে। গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে ভারত ও চীনে স্বর্ণ রপ্তানিতে ধস নামে। এ বছরের শুরুর দিকে ভারতে রপ্তানি লক্ষ্যণীয় মাত্রায় বৃদ্ধি পায়। তবে দেশটিতে নভেল করোনাভাইরাসের নতুন ধরন আঘাত হানায় আবারো কমতে শুরু করেছে রপ্তানি।
এদিকে মহামারী তীব্র হতে থাকায় এশিয়ার বাজারে ক্রমাগত কমছে স্বর্ণের চাহিদা। ফলে সুইজারল্যান্ড এ অঞ্চলের পরিবর্তে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে স্বর্ণ রপ্তানি বাড়াতে গুরুত্ব দিয়েছে।
Leave a Reply