[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে পাঠাভ্যাস উদ্বুদ্ধকরণ কর্মশালা।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সোসাল মিডিয়ার আসক্তি ও কিশোর গাং থেকে ফিরিয়ে আনতে ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার বিকল্প নাই। আগামীর সোনার বাংলা গঠন সহজ করতে বই পড়ার কর্মসূচিতে সকল শিক্ষার্থীকে যুক্ত করতে হবে। এ সব কথা গুলি বলছিলেন সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। তিনি বলেন এই কর্মসূচিতে শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার গুরুত্ব বাড়বে।

কর্মসূচির বাস্তবায়ন সহযোগি বিশ^সাহিত্য কেন্দ্র ঢাকার সার্বিক পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক ড.প্রতাপ কুমার রায়, এসইডিপির মনিটরিং অফিসার মোঃ নজরুল ইসলাম, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মোঃ আব্দুল মান্নান,নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী।

বক্তারা বলেন শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে দিতে পারলেই উন্নত জাতি গঠন সম্ভব। বক্তারা পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনা ও আলোচনা করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ সাহিত্য কেন্দ্র ঢাকার ,টীম ম্যানেজার আব্দুল্লাহ মোহাম্মদ কুরাইশী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মামুনুর রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সংগঠকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^ সাহিত্য কেন্দ্রের মনিটরিং অফিসার মোঃ কামরুজ্জামান।

ছবি- শ্যামনগরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

রনজিৎ বর্মন

তাং-৩০.১.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *