[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে ভেজাল মধুসহ মধু তৈরীর সরঞ্জাম উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর( সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মথুরাপুর এলাকা থেকে ১৬ টি ড্রামে সংরক্ষিত প্রায় ২০ মন ভেজাল মধু জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ বুধবার বিকালে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে থেকে এসব মধু জব্দ করেন। এসময় ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত গাম, ইউরিয়া সার, ফিটকিরি, খাবার সোডাসহ অপিরচিতি বিশেষ এক ধরনের তরল পদার্থ উদ্ধার করা হয়। অভিযানের খবরে ভেজাল মধু তৈরী চক্রের মুল হোতা পালিয়ে যায়। জব্দকৃত মধুসহ উদ্ধার হওয়া সরঞ্জামাদী শ্যামনগর থানায় নেয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভোক্তা অধিকার সংরক্ষন সহকারী পরিচালক নাজমুল হাসান জানান ভেজাল মধু তৈরীর গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিনগর মথুরাপুর গ্রামে অভিযান চালায়। এসময় চিনি জ¦ালিয়ে তৈরী মধু এবং মধুর ঘনত্ব বৃদ্ধির কাজে সহায়ক গাম ও ইউরিয়া সারসহ মানব দেহের জন্য ক্ষতিকর নানা প্রকার উপকরণ উদ্ধার করে। মধু তৈরীর সাথে জড়িতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করা হবে বলেও তিনি জানান। অভিযান পরিচালনার সময়ে সাতক্ষীরা জেলা ও শ্যামনগর থানা পুলিশসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান।
স্থানীয়রা জানায়, আশরাফুল নিজের বাড়িতে গোপনে এসব মধু তৈরী করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান ভেজাল মধু উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছবিঃ শ্যামনগরের মথুরাপুর থেকে জব্দকৃত ভেজাল মধুর চালান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *