[english_date]।[bangla_date]।[bangla_day]

শৈলকুপায় রাতের আধারে ৭’শ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে প্রায় ৭’শ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যক্তির দাবি, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, শৈলকুপা শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে দামুকদিয়া গ্রাম। ঐ গ্রামের কৃষক মাসুদ মোল্লা গ্রামের দক্ষিণ মাঠ এলাকায় ২৫ কাঠা জমিতে লাগিয়েছিলেন প্রায় ৭ শ’ কলাগাছ। কিন্তু রাতের আধারে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক মাসুদ মোল্লা বলেন, আজ সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের প্রায় ৭’শ কলাগাছের সবই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে কলা ধরতে শুরু করেছিল। এখন আমার মাথায় হাত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, রাতের আধারে কলা গাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *