[english_date]।[bangla_date]।[bangla_day]

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যালয় থেকে চুরি।

নিজস্ব প্রতিবেদকঃ

সাহাদত তালুকদার শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১১ আগস্ট বুধবার ৪ নং নয়াবিল ইউনিয়নের উচ্চ বিদ্যালয় থেকে চুরি করে ফেরার পথে মালামাল সহ হাতেনাতে আটক হয় দুই চুর।

 

নয়াবিল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে চুরি করে ভোর রাতে চোরাই মালামাল সহ ধরা পড়েছে খোরশেদ আলম ও বাদল নামে দুই চোর।

 

জানা যায় ভোর রাতে নায়াবিল উচ্চ বিদ্যালয়ের কলাপসিবল গেট এর তালা এবং কম্পিউটার ল্যাব কক্ষের তালা দুটি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এই দুইজন । পরে একটি পিসি, দুইটি মনিটর, দুটি কিবোর্ড ,একটি মাউস সহ বেশকিছু মাল্টিপ্লাগ ও কেবল চুরি করে বস্তাবন্দী করে নিয়ে যায়।

কিন্তু ভোররাতে বস্তাভর্তি কিছু নিতে দেখে মানুপাড়া গ্রামের দুই তিন যুবক ।পরে চোরদের ফলো করে বাড়ি পর্যন্ত গিয়ে চ্যালেঞ্জ করলে ঘটনা প্রকাশ পায়।এমতাবস্থায় তাদের আটকে রেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় এবং সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এনে বেঁধে রাখা হয় খবর পেয়ে চোরাই মালামাল সহ অভিযুক্ত দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে নালিতাবাড়ী থানা পুলিশ।

 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার )মনি কুমার সাহা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এবং পা হা ড়া দার থাকা সত্ত্বেও চুরি হওয়া সম্পর্কে জানতে চাইলে বলেন বিদ্যালয়ের নৈশ প্রহরী কাউকে না জানিয়ে রাতে অনুপস্থিতি থাকায় এই এ ঘটনা ঘটে।

 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল চুর সম্পর্কে বলেন এর আগেও এই দুইজন চুরি করে ৩ মাস জেলে থাকার পর ছাড়া পেয়েছেন দুইদিন হবে। ছাড়া পাওয়ার দ্বিতীয় দিনে আবার নয়াবিল স্কুলে চুরি করতে এসে ধরা পরেছে ।

প্রথম চুরের নাম : খুরশেদ বাড়ি মানুপাড়া

২য় চুরের নাম : বাদল মানুপাড়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *