[english_date]।[bangla_date]।[bangla_day]

রূপগঞ্জে পিস্তলসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ

  1. মো:শাহিন,রূপগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকা থেকে গত ৩ আগষ্ট মঙ্গলবার রাতে দুই রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ ডাকাতি মামলার আসামি রাজিব হোসেন ওরফে রাজুকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার সকালে র‌্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে রূপগঞ্জের বরাবো বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায়। তার পিতার নাম সলু কামাল হোসেন। রাজিব হোসেনের বিরুদ্ধে কেরাণীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত রাজিব হোসেনর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।###

তাং-০৪-০৮-২০২১ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *