নিজস্ব প্রতিবেদকঃ

মো: সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী অখিল চন্দ্র রায় এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢোলারহাট ইউনিয়ন আ’লীগের নির্বাচনী পর্যবেক্ষক বদরুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে ঢোলারহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা মহিলা আ’লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি আসম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ঢোলারহাট ইউনিয়ন নৌকা মার্কার প্রার্থী অখিল চন্দ্র রায় বিএসসি, ঠাকুরগাঁও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান বাবু, ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন চন্দ্র রায় প্রমুখ।
Leave a Reply