[english_date]।[bangla_date]।[bangla_day]

‘রামোসকে দেখে মনে হয় যেনো সে-ই ফুটবলের আবিষ্কারক’

নিজস্ব প্রতিবেদকঃ

মাঠের নেতা, আগ্রাসী মনোভাব এবং বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বেশ নামডাক রয়েছে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং স্পেন; দুই দলেরই অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এতদিন ধরে নানারকমের উপাধি পাওয়া রামোস এবার নতুন করে পেলেন ‘ফুটবলের আবিষ্কারক’ উপাধি। সেটি আর কেউ নয়, তাকে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং একই ক্লাবের সাবেক মহাব্যবস্থাপক হোর্হে ভালদানো।

তার মতে মাঠের মধ্যে কেবল নেতৃত্ব দিয়েই দলকে আগলে রাখেন না রামোস, নিজের প্রতাপ ও দাপটে অন্য সব খেলোয়াড়দের চেয়ে নিজেকে আলাদাও করে রাখেন তিনি।

ভালদানো বলেন, ‘সার্জিও রামোস এমনভাবে ড্রেসিংরুমে প্রবেশ করে যেনো রিয়াল মাদ্রিদ তারই ক্লাব, সে-ই রিয়াল মাদ্রিদের মালিক। আর খেলার মাঠে তার দাপট দেখে মনে হবে যেনো ফুটবলের আবিষ্কারকই সে।

এসময় মাঠে রামোসের আধিপত্যের একটি উদাহরণ দিতে গিয়ে রামোস বলেন, ‘আপনি দেখবেন যখন অন্য খেলোয়াড়রা পেনাল্টি থেকে পালায়, তখন রামোস এগিয়ে যায় এবং প্যানেনকা শটে গোল করে আসে। যেনো এটি তার নিত্যদিনের কাজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *